ছাত্র- জনতার বিক্ষোভকে স্মরণীয় করে রাখতে হবে – শামা ওবায়েদ
বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (পদ স্থগিত) শামা ওবায়েদ ইসলাম রিঙ্কু বলেছেন ছাত্র জনতার বিক্ষোভের ফলে স্বৈরাচারী ফ্যাসিবাদী হাসিনা সরকার এ দেশ থেকে পালিয়েছে। তাই ছাত্র -জনতার এই বিক্ষোভকে আমাদের স্মরণীয় করে রাখতে হবে।
তিনি বুধবার বিকালে নিজ নির্বাচনী এলাকা ফরিদপুরের নগরকান্দার চাদহাট বাজার উচ্চ বিদ্যালয় মাঠে এক কর্মী সভায় এ কথা বলেন। তিনি আরো বলেন গত ৫ আগস্ট ফ্যাসিবাদী হাসিনা তার দলবল দোষরদের নিয়ে দেশের টাকা লুটপাট করে ভারতে পালিয়ে আছে । তাকে আইনের আওতায় এ দেশে ফিরে এনে বিচারের মুখোমুখি করতে হবে। আগামীতে সুস্থ সুন্দর নির্বাচনের মাধ্যমে দেশ নায়ক তারুণ্যের প্রতীক তারেক রহমানের নেতৃত্বে একটি সুন্দর বাংলাদেশ গড়ে তোলা হবে। চরযোশরদী ইউনিয়ন বিএনপি এ কর্মী সাভার আয়োজন করে।
চরযোশরদী ইউনিয়ন বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম ফকিরের সভাপতিত্বে অনুষ্ঠানে এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার, সহ-সভাপতি সৈয়দ শাহিনুজ্জামান শাহিন, সহ-সভাপতি আলিমুজ্জামান সেলু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরিফ, উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ রফিকুল ইসলাম জাজরিস, ঢাকা উত্তর যুবদলের যুগ্ম আহবায়ক আবুল হাসান টিটু, উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক বদরুজ্জামান তারা মোল্লা, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক তৈয়াবুর রহমান মাসুদ, যুবদল নেতা রবিউল ইসলাম বাবুসহ অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।