প্রকাশিত মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদের তীব্র প্রতিবাদ ও ব্যাখ্যা
প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন শেখ মোজাফফার আলী মুসা,
গত ১২/০৫/২০২৫ ইং তারিখে “ফরিদপুর জেলা শ্রমিক দলের পদ শূন্য ঘোষণা ও নতুন দায়িত্ব প্রদান” শিরোনামে কিছু অনলাইন পোর্টাল—বাংলা সংবাদ, বাঙালি খবর, জাগ্রত বাংলা, আমার সংবাদসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি বিভ্রান্তিকর, মনগড়া ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রকাশ করা হয়েছে। আমি, শেখ মোজাফফার আলী মুসা, ফরিদপুর জেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি হিসেবে উক্ত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
উক্ত সংবাদ সম্পূর্ণরূপে মিথ্যা, ভিত্তিহীন এবং রাজনৈতিক ষড়যন্ত্রমূলক। এই অপপ্রচার স্পষ্টভাবে বোঝায় যে, বিএনপি ও এর অঙ্গসংগঠনসমূহকে বিভ্রান্ত করার অপচেষ্টা চলছে। যারা আমার বিরুদ্ধে আওয়ামী লীগে যোগদানের ভূয়া খবর রটিয়েছে, তাদের কাছে আমি সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দিচ্ছি—দয়া করে প্রমাণ দিন, আমি কখন, কোথায়, কোন প্রক্রিয়ায় আওয়ামী লীগে যোগ দিয়েছি? কোন ইউনিটে, কোন পদে দায়িত্ব পালন করেছি তার কোনও প্রামাণ্য তথ্য দেখাতে পারবেন কি?
জাতীয়তাবাদী শ্রমিক দল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাসী একটি সুসংগঠিত শক্তি। ফরিদপুর জেলা শাখা আমার নেতৃত্বে এখনও সেই আদর্শ ও শৃঙ্খলা অনুসরণ করে চলেছে। যেসব সুবিধাবাদী চক্র অতীতে আওয়ামী লীগের পদলেহনে ব্যস্ত ছিল, তারা আজ ধানের শীষের দোহাই দিয়ে বিএনপির অভ্যন্তরে অনুপ্রবেশের অপচেষ্টা করছে। তাদের হাতে ধানের শীষ নিরাপদ নয়—তারা দলের শত্রু, ছদ্মবেশী দালাল।
এই দালাল ও ষড়যন্ত্রকারীদের মুখোশ উন্মোচনই এখন সময়ের দাবি। নিচের প্রকাশিত ছবিগুলোই তাদের পরিচয়ের অকাট্য প্রমাণ। এদের সম্পর্কে ফরিদপুর জেলা শ্রমিক দল সতর্ক রয়েছে এবং থাকবে। দলের শৃঙ্খলা বিনষ্টের যেকোনো অপচেষ্টা কঠোর হাতে দমন করা হবে।
আমরা দলবিরোধী সকল ষড়যন্ত্র, মিথ্যাচার এবং প্রতারকের বিরুদ্ধে সর্বোচ্চ প্রতিরোধ গড়ে তুলব।
এই মিথ্যা সংবাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণসহ জনসমক্ষে এই ভণ্ডদের মুখোশ উন্মোচনের দাবিতে আমি দৃঢ়প্রতিজ্ঞ।
নিবেদক,
শেখ মোজাফফার আলী মুসা
সভাপতি
জাতীয়তাবাদী শ্রমিক দল, ফরিদপুর জেলা শাখা