ধর্ষনের শিকার প্রবাসীর স্ত্রীর সন্তান প্রসব: বিপাকে পরিবার
ফরিদপুরের সালথায় ধর্ষণের শিকার এক প্রবাসীর স্ত্রী (২২) সন্তান প্রসব করেছে। আর সন্তান প্রসবের আগে ও পরে থেকেই বিপাকে রয়েছে ধর্ষিতার পরিবার। গত ২০২৪ সালের ২২মে ধর্ষণের এই ঘটনা ঘটে। অভিযুক্ত তিন সন্তানের জনক মো. আবর আলী (৩৯), সে উপজেলার গট্টি ইউনিয়নের ছোট বালিয়া এলাকার মৃত হাসেম শেখের পুত্র। বিষটি জানাজানি হলে গত ১৯শে জানুয়ারি ২০২৫ ধর্ষিতার মা বাদি হয়ে একটি মামলা দায়ের করে। অভিযুক্ত ধর্ষক স্থানীয়ভাবে প্রভাবশালী হওয়ায় বর্তমানে ধর্ষিতার পরিবার একঘোরে অবস্থায় আছে বলে অভিযোগ করেছে তার পরিবার।
মামলার এজাহার ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, প্রায় চার/পাঁচ বছর আগে পার্শ্ববর্তী গ্রামের এক যুবকের সাথে ঐ তরুনীর বিয়ে হয়৷ বিয়ের এক বছর পর তরুণীর স্বামী তাকে বাবার বাড়িতে রেখে সৌদি আরবে পারি জমায়। এরপর ঐ তরনীর উপর কুনজর পরে চাচা আবর আলীর। এরপর সুজোগ বুঝে ২২/০৫/২০২৪ তারিখে চাচা আরব আলী বাড়িতে একা পেয়ে ঐ তরুণীকে তার স্ত্রী (চাচি) ডাকছে বলে খবর দেয়। এরপর চাচার বাড়িতে গেলে তাকে ঘরে নিয়ে জোর পূর্বক ধর্ষণ করে। ঐ তরুণী ডাক চিৎকার দিলে তাকে মেরে ফেলার হুমকি দেয়, ভয়ে চুপ থাকে তরুণী।
তবে দিন-দিন মেয়ের শরীরের পরিবর্তন দেখে তরুণীর পরিবার তাকে এই বিষয়ে চাপ দিলে সে সব কিছু খুলে বলে। এরপর বিষয়টি জানাজানি হলে স্থানীয় ভাবে মিমাংসার কথাবার্তা হয়। কিন্তু অভিযুক্ত চাচা কোন সালিশ বৈঠক মানে না। এরপর পরিবার সহ ঐ তরুণী চাচার বাড়িতে গেলে চাচা ঐ তরুণীর গর্ভের সন্তান নষ্ট করতে বলে এবং বিভিন্ন হুমকি দেয় এবং ঐ প্রবাসী তার স্ত্রীকে আর গ্রহন করবেন না বলে জানায়। এরপরই তরুনীর মা বাদি হয়ে সালথা থানায় একটি মামলা করে। তবে এখনও অভিযুক্তকে আটক করতে পারেনি পুলিশ।
ধর্ষণ নিয়ে যখন সারাদেশে আন্দোলন সংগ্রাম চলছে এরি মাঝে ভুক্তভোগী ঐ নারী একটি ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দেয়। এনিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। অভিযুক্ত চাচা আবর আলী স্থানীয়ভাবে প্রভাবশালী হওয়ায় ভুক্তভোগী ঐ পরিবারকে একঘরে অবস্থায় রেখেছে। ভুক্তভোগীর দিনমজুর বাবাকে সবখানে কাজে নিতে নিষেধ করেছে। পরিবারটির আয়-রোজগার প্রায় বন্ধ হয়ে গেছে। বর্তমানে মানবেতর জীবনযাপন করছে ঐ পরিবারটি। এছাড়া চাচা আবর আলী বিভিন্নভাবে হুমকি প্রদান করছে। বর্তমানে ঐ তরুণী ও তার পরিবার নিরাপত্তাহীন তায় ভুগছে এবং বিচারের দাবিতে বিভিন্ন স্থানে ঘুরছে।
ধর্ষিতার মা বলেন, আমার স্বামীকে কোথাও কোন কাজে নিচ্ছে না, আগত সন্তানকে নিয়ে বর্তমানে আমরা মানবেতর জীবনযাপন করছি। আমরা বিচারের দাবিতে অনেক জায়গায় ঘুরেও কোন বিচার পাই নাই। উল্টো আমাকে ভয়ভীতি দেখিয়ে মামলা তুলতে বলেছে। তাছাড়া আবর আলী প্রথম থেকেই আমার পরিবার কে বিভিন্নভাবে হুমকি প্রদান করছে। আবর আলী এর আগেও একাধিক নারীর সর্বনাশ করেছে। বর্তমান সরকার, দেশবাসী, মাননীয় জেলা প্রশাসক মহোদয় ও মাননীয় পুলিশ সুপার মহোদয়ের কাছে আমার মেয়ের সাথে ঘটে যাওয়া অন্যায়ের বিচার চাই এবং আমার পরিবারের নিরাপত্তা চাই।
এই বিষয়ে অভিযুক্ত চাচা মো. আবর আলী বলেন, ডিএনএ পরিক্ষা করে যদি পাওয়া যায় বাচ্চা আমার, তাহলে আমার যে বিচার হয় আমি মেনে নিব।
সালথা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. আতাউর রহমান বলেন, এই বিষয়ে একটি মামলা রজু করা হয়েছে। মেয়েটি সন্তান প্রসব করেছে বলে জানতে পেরেছি। আসামী গ্রেফতারের জন্য আমাদের অভিযান অব্যাহত রয়েছে।