নগরকান্দায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর গণসমাবেশ অনুষ্ঠিত
ফরিদপুরের নগরকান্দায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর গণ-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার বিকালে সরকারী মহেন্দ্র নারায়ন একাডেমী মাঠে, উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে বিশাল গণ- সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা জামায়াতে ইসলামীর সভাপতি মাওলানা সোহরাব হোসেন এর সভাপতিত্বে গণ- সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ব বরেণ্য মুফাসসিরে কোরআন শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর পুত্র ও চেয়ারম্যান আল্লামা সাঈদী ফাউন্ডেশন পিরোজপুর-শামীম সাইদী।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখে ফরিদপুর জেলা শাখার জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মোঃ বদরুদ্দীন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেলিভিশনের ইসলামীক আলোচক অধ্যাপক মাওলানা মোঃ হাবিবুর রহমান, জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি ফরিদপুর জেলা শাখার মোঃ আবু হারিচ মোল্যা।
অনুষ্ঠানটি দুই পর্বে অনুষ্ঠিত হয়। প্রথম পর্বে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
প্রধান বক্তা বলেন এদেশের মাটিতেই প্রতিটি হত্যার বিচার করা হবে ইনশাআল্লাহ।
প্রধান অতিথি শামীম সাইদী আরো বলেন আগামী নির্বাচনে কোরআনের আইনে পরিচালিত দলকে ভোট দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আনার অনুরোধ জানাচ্ছি।
গণ- সমাবেশে হাজার হাজার জামায়াতে ইসলামীর নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
শ্লোগানে শ্লোগানে বিভিন্ন গ্রুপ সমাবেশে যোগদান করে।