মুকসুদপুরে বাৎসরিক নৌকা বাইচ অনুষ্ঠিত
জেলার মুকসুদপুর উপজেলার বাটিকামারি ইউনিয়নের শিবগঞ্জের হাটখোলা কুমার নদীতে বাৎসরিক নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৫ অক্টোবর) দুপুরে বাটিকামারী ইউনিয়নের কহলদিয়া আসমত স্পোর্টিং ক্লাবের উদ্যোগে এই ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা ও গ্রামীণ মেলা অনুষ্ঠিত হয়।
নৌকাবাইচ দেখতে নদীর দুই পাড়ে হাজার হাজার নারী-পুরুষের ঢল নামে। বছরের এই উৎসবের অপেক্ষায় থাকে এই এলাকাসহ আশপাশের মানুষ।
বাইচ প্রতিযোগিতায় বিভিন্ন এলাকা থেকে ছোট-বড় ১৫টি নৌকা অংশ নেয়। নৌকাবাইচকে ঘিরে দিন দিনব্যাপী গ্রামীণ মেলা বসে।
নৌকাবাইচ উপলক্ষে মেলায় বিভিন্ন মিষ্টির দোকান, খেলনার দোকান ও বিভিন্ন খাবার দোকানের পসরা সাজিয়ে বসেন ব্যাবসায়ীরা।এলাকাবাসী তাদের আত্মীয়স্বজন, পরিবার-পরিজন নিয়ে মেতে ওঠেন মেলার আনন্দে।
মেলা দেখতে আসা কলেজ পড়ুয়া শিক্ষার্থী কানিজ ফাতেমা বলেন, বান্ধবীদের নিয়ে নৌকাবাইচ দেখতে এসেছি, খুব আনন্দ লাগছে।
মেলা থেকে অনেক কিছু কেনাকাটাও করেছি।
মিষ্টি ব্যবসায়ী ধনঞ্জয় বিশ্বাস বলেন, আবহাওয়া খারাপ হলেও বিক্রি বেশ ভালোই হচ্ছে, তবে আবহাওয়া ভালো হলে বিক্রি আরো বেশি হতো।
বাইচ প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার প্রদান করা হয়।