নগরকান্দায় কলা গাছের ভেলা বাইচ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
ফরিদপুরের নগরকান্দায় কলা গাছের ভেলা বাইচ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকালে উপজেলার কোদালিয়া শহীদনগর ইউনিয়নের দেলবাড়িয়া ও ছোট কাজুলী গ্রামের যুবসমাজ এ বাইচ প্রতিযোগিতার আয়োজন করে।
এই দুই গ্রামের মাঝখানে বয়ে যাওয়া বাওরে এ বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এলাকার শত শত নারী-পুরুষ যুব সমাজ উপস্থিত হয়ে এই ভেলা বাইচ প্রতিযোগিতা উপভোগ করেন।
এ প্রতিযোগিতায় এলাকার সাতটি কলা গাছের ভেলা নিয়ে প্রতিযোগিরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
পরে প্রতিযোগীদেয় বিজয়ীদের
মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, হাজী আনোয়ার হোসেন, মোহাম্মদ মিজানুর রহমান, ইউপি সাবেক সদস্য আকরামুজ্জামান, ক্রীড়াবীদ মোহাম্মদ ওমর আলী, জামাল হোসেন তালুকদার, সাংবাদিক নিজাম নকীব, সাংবাদিক সাহিদুজ্জামান সাহিদ, সেলিম তালুকদার, ইউপি সাবেক সদস্য মিজানুর রহমানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।