নগরকান্দায় জাঁকজমকপূর্ণ ভাবে পালিত হয়েছে দৈনিক খোলাচোঁখ পত্রিকার সম্পাদকের জন্মবার্ষিকী
ফরিদপুরের নগরকান্দায় জাঁকজমকপূর্ণ ভাবে পালিত হয়েছে দৈনিক খোলাচোঁখ পত্রিকার সম্পাদক ও প্রকাশক, নগরকান্দা প্রেস ক্লাবের সভাপতি মাহবুব আহাদ এর জন্মবার্ষিকী।
শনিবার সন্ধ্যায় দৈনিক খোলাচোঁখ পত্রিকার কার্যালয়ে কেক কেটে জন্মবার্ষিকী পালন করা হয়। মাহবুব আহাদ, নগরকান্দা প্রেস ক্লাবের অসুস্থ সাংবাদিকসহ সকল সদস্যদের জন্য বিশেষ দোয়া করে মোনাজাত করা হবে।
আসিব মাহাবুব আকাশের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুম বিল্লাহ, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সফর আলী, উপজেলা নির্বাচন কর্মকর্তা আবু তালেব, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জয়দেব সরকার, পল্লী বিদ্যুতের ডেপুটি জেনারেল ম্যানেজার শাহরুল ইসলাম নগরকান্দা প্রেস ক্লাবের সাবেক সভাপতি শামসুল হুদা হুদু, নগরকান্দা প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি বেলায়েত হোসেন লিটন, সাংবাদিক লিয়াকত হোসেন, এ কে এম সাইয়াদুর রহমান বাবলু, রেজাউল করিম সেলিম, শামীম হোসেন, নিজাম নকীব, মিজানুর রহমান, মিজানুর রহমান মোল্যা, শফিকুল খান জনি, শফিকুল ইসলাম মন্টু, মশিউর রহমান মিন্টু, ফয়সাল হোসেন, আরিফুজ্জামান হিমন, শাহ্ জালাল, প্রসেনজিৎ শিবু, প্রমুখ। উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে মাহবুব আহাদ বলেন, আমার জন্মবার্ষিকীকে ও উপস্থিত হয়ে আপনারা যারা আমাকে শুভেচ্ছা জানিয়েছেন তাদেরকেও আমি ধন্যবাদ শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।
সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।