অন্তবর্তীকালীন সরকারের আমলে ক্রীড়াঙ্গনে বইছে জয়ের সুবাতাস
ফ্যাসিবাদী শেখ হাসিনার সরকার পতনের পর ক্রীড়াঙ্গনে বইছে জয়ের সুবাতাস।
তারই প্রমান হিসেবে রয়েছে সাফ চ্যাম্পিয়ন অনুর্ধো – ২০ ফুটবলে চ্যাম্পিয়ন হওয়া, পাকিস্তানকে দুই ম্যাচ টেষ্ট সিরিজে হোয়াইটওয়াশ করে সিরিজ জয়, এবং র্যাকিংয়ে উপরে থাকা ভূটানকে পরাজিত করা।
যার বাকি আরেকটি ম্যাচ রয়েছে রোববার।
বিশ্ব ফুটবল র্যাংকিংয়ে বাংলাদেশের অবস্থান ১৮৪ আর ভূটানের অবস্থান হলো ১৮২।
ফুটবল, ক্রিকেটসহ বিভিন্ন ইভেন্টে অনেক বছর যাবৎ অথ্যাৎ আওয়ামীলীগ সরকারের আমলে ক্রীড়ায় তেমন কোন সাফল্যের মুখ দেখেনি বাংলাদেশ।
ফুটবল ফেডারেশনের সভাপতি হিসেবে দীর্ঘ বছর দ্বায়িত্ব পালন করেছে সালাউদ্দিন আহমেদ, তার শাসন আমলে ফুটবলে কোন উন্নতি হয়নি, বরং পরাজয়ের বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছিল বাংলাদেশ।
অন্যদিকে ক্রিকেটে নাজমুল হাসান পাপন বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিজের সম্পত্তি মনে করে নিজের ইচ্ছায় পরিচালনা করতেন প্রায় ১৫ টি বছর, বাকি কোন কর্তারাই তাদের দ্বায়িত্ব ঠিক মতো পালন করতে পারতেননা নাজমুল হাসান পাপনের ক্ষমতার দাপটের কাছে।
এছাড়াও বিভিন্ন ফেডারেশনের একই অবস্থা বিরাজ করেছিলো।
ভালো ফলাফল উদ্দেশ্য বড় কথা ছিলোনা তাদের, উদ্দেশ্য ছিলো শুধুই ক্ষমতা দখল ও লুটপাটের মহাউৎসবের।
দু একটি সাফল্য ছাড়া বিভিন্ন টুর্ণামেন্ট বা সিরিজে ভরাডুবি ফলাফল নিয়ে সন্তুষ্ট থাকতে হোতো খেলোয়াড় ও ভক্তদের।
কিন্তু বৈসম্যবিরোধী ছাত্র আন্দোলনের কাছে সাবেক প্রধান মন্ত্রী শেখ হাসিনার সরকারের পতন হয় ৫ আগষ্ট।
এরপর ক্রিকেট ও ফুটবলে বাংলাদেশ সাফল্য পেতে শুরু করেছে। এই জন্য দেশের কোটি কোটি ক্রীড়া ভক্তরা এই সরকারকে অভিনন্দন জানিয়েছেন। এদেশের ক্রীড়াজগত নিয়মিত সাফল্য বয়ে আনুক এই প্রত্যাশা এদেশের সকলের।