পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক টেষ্ট সিরিজ জয়, হোয়াইট ওয়াসও
পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেষ্ট সিরিজ জয় করেছে বাংলাদেশের টাইগাররা। সেই সাথে হোয়াইট ওয়াসও করেছে।পাকিস্তানের রাওয়ালপিন্ডি টেষ্টে সোমবার ৫ম দিনে স্বাগতিক পাকিস্তানকে ৬ উইকেটে পরাজিত করে নাজমুল হোসেন শান্তর বাহিনী।
এর আগে প্রথম টেস্টে পাকিস্তানকে ১০ উইকেটের বিশাল বড় ব্যাবধানে পরাজিত করে ১-০ তে এগিয়ে থাকে বাংলাদেশ। মুশফিকুর রহিম অনবদ্য ১৯১ রান করে ম্যান অফদ্যা ম্যাচ নির্বাচিত হয়। এই টেষ্টে ১ম ইনিংসে ৫শত রানের অধিক রান করে স্বাগতিকদের চেয়ে এগিয়ে থাকার সুবাদে ভালো ফলও পায় বাংলাদেশ। যে কারনে ১০ উইকেটের বড় ব্যাবধানে হার মানতে বাধ্য হয়।
পাকিস্তানের প্রথম টেষ্ট হারার প্রধান কারন হিসেবে অনেক ক্রিকেট বোদ্ধারা বলেছেন ৪৭৪ রানে ইনিংস ঘোষনা করা। তাদের সেই মন্তব্যকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে বীরের গতিতে বাকি সব কয়টি ইনিংসেই ভালো খেলে এগিয়ে থেকে ম্যাচ ও সিরিজ জয়লাভ করে।
মানসিকতার দারুণ ফর্মে থেকে রাওয়ালপিন্ডি দ্বিতীয় টেষ্ট খেলতে নামে সফরকারী বাংলাদেশ। পাকিস্তান তাদের প্রথম ইনিংসে করে ২৭৪ রান। বাংলাদেশ তাদের প্রথম ইনিংসে করে ২৬২ রান,১২ রানে এগিয়ে থাকে পাকিস্তান।
লিটন কুমার দাস ১৩৮ ও মেহেদী হাসান মিরাজ ৭৮ রান করে দলকে মহা বিপদ হতে রক্ষা করেন। কারন তখন দলের অবস্থ ভরাডুবির দ্বারপ্রান্তে ২৬ রানে ৬ উইকেটের পতন হওয়ায়।
এসময় দলের হাল ধরেন লিটন দাস ও মেহেদী হাসান মিরাজ, এছাড়া মিরাজ ৫ টি উইকেটও নেন।
দ্বিতীয় ইনিংসে পাকিস্তান মাত্র ১৭২ রানে অল আউট হয়ে যায়।
কোন ব্যাটস ম্যানই হাফ সেঞ্চুরিও করতে পারেনি, হাসাম মাহমুদ ও নাহিদ রানার বোলিংয়ের সামনে। হাসান মাহমুদ নেয় ৫ ও নাহিদ রান নেয়ে ৪ উইকেট তাসকিন নেয় এক উইকেট।
জেতার জন্য বাংলাদেশের সামনে টার্গেট দাঁড়ায় ১৮৫ রানের। যা মাত্র ৪ উইকেট হারিয়ে জয়ের লক্ষে পৌছে যায় টাইগাররা। পাকিস্তানের বিপক্ষে এই প্রথম টেষ্ট সিরিজ জয় বা হোয়াইট ওয়াস, এটি বিদেশের মাটিতে তৃতীয় সিরিজ জয় এবং নবম টেষ্ট সিরিজ জয়। এই সিরিজ জয়ে বিশ্ব টেষ্ট র্যাংকিংয়ে দঃ আফ্রিকা ও ইংল্যান্ডকে পিছনে ফেলে ৪ নম্বরে উঠে এসেছে বাংলাদেশ। প্রথম ইনিংসে সেঞ্চুরি করার সুবাদে লিটন দাস ম্যান অফদ্যা ম্যাচ আর ১০ উইকেট ও ১৫৫ রান করার সুবাদে ম্যান অফদ্যা সিরিজ নির্বাচিত হয়েছেন মেহেদী হাসান মিরাজ। পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেষ্ট সিরিজ জয়লাভ করায় রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দীন, প্রধান উপদেষ্টা ডঃ মোহাম্মদ ইউনুস, ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের সকল খেলোয়ার, কোচ ও কর্মকর্তাদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।