সালথায় ছাত্রশিবিরের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান
ফরিদপুরের সালথায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সালথা উপজেলা শাখার আয়োজনে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। কেন্দ্রীয় কমিটির নির্দেশনায় শুক্রবার (১৬ আগষ্ট) বিকেলে সালথা সদর বাজার ও আশপাশের এলাকায় এই পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়।
উপজেলা ছাত্র শিবিরের সভাপতি সভাপতি মো. ইমামুল শেখ ও সাধারণ সম্পাদক মো. আকরাম হোসেন মিনালের নেতৃত্বে এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতের অর্থ সম্পাদক মোঃ তারিকুল ইসলাম, মাঝারদিয়া ইউনিয়ন শাখার সভাপতি ওয়ালিউজ্জামান, রামকান্তপুর ইউনিয়ন শাখার সভাপতি মুকুল হোসেন,
উপজেলা ছাত্র শিবিরের সভাপতি সভাপতি মো. ইমামুল শেখ জানান, আমাদের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করেছে, যে সপ্তাহ ব্যাপী বাজার-ঘাট, শিক্ষা প্রতিষ্ঠান, রাস্তা ঘাট সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে, তারই অংশ হিসেবে আমরা এই কার্যক্রম পরিচালনা করছি। আমরা সকলের কাছে একটা মেসেজ দিতে চাই, আমরা যে বাজার পরিষ্কার করছি তা যেন পুনরায় আবার অপরিষ্কার না হয়। পরিস্কার পরিচ্ছন্নতা ঈমানী দায়িত্ব। ময়লা আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলুন, পরিবেশ ভাল রাখুন। আমাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে।