মুুকসুদপুরে বেগম খালেদা জিয়ার জন্মদিনে সুস্থতা কামনায় দোয়া মাহফিল
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৭৯তম জন্মদিন উপলক্ষে তার দীর্ঘায়ু সুস্থতা কামনা ও ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনায় গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ ১৬ আগষ্ট শুক্রবার জুম্মা নামাজের পর মুকসুদপুর পাইলট বালক উচ্চ বিদ্যালয়ে কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিমসহ উপজেলার নেতা-কর্মীরা মিলাদ ও দোয়ায় অংশ নেন। পরে গরিব-দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়।
এ সময় আরো উপস্থিত ছিলেন যুবদল কেন্দ্রীয় কমিটির সহ সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মাহমুদুল হাসান বাপ্পি, মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুস ছালাম খান, সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম রাজু, পৌর বিএনপির সভাপতি আবুল বাশার টুলটু, সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু, পৌর যুবদলের আহব্বায়ক সহিদুজ্জামান লিটন,উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহব্বায়ক মেহেদী হাসান বিপ্লব,সদস্য সচিব আঃ কাইয়ুম মুন্সী,যুগ্ম আহব্বায়ক মোস্তফা গাজী, উপজেলা ছাত্রদলের সভাপতি হাবির রহমান রইন, পৌর ছাত্রদলের সভাপতি আশিক মুন্সী, কলেজ ছাত্রদলের সভাপতি মেহেদী মুন্সী প্রমূখ।