মুকসুদপুরের উজানীতে কৃষক মাঠ দিবস পালিত
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ২০২৩-২৪ ইং অর্থ বছরে মাশরুম চাষ সম্প্রসারণের মাধ্যমে পুস্টি উন্নয়ন, ভাসমান পদ্ধতিতে চাষ ও পরিবেশ বান্ধব কৌশলের মাধ্যমে নিরাপদ ফসল উৎপাদন প্রকল্পের আওতায় কৃষক মাঠ দিবস ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৩০ জুন) বিকেলে মুকসুদপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজনে উজানী বিকেবি ডিগ্রী কলেজে কৃষক মাঠ দিবস ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়। এসময় প্রশিক্ষণ প্রাপ্ত ২শত কৃষক কৃষানীর মধ্যে টাকা ও ৩ জন কৃষক-কৃষানীকে পুরস্কান প্রদান করা হয়।
গোপালগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল কাদের সরদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ বাদল চন্দ্র বিশ্বাস, মহাপরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ মোঃ তাজুল ইসলাম পাটোয়ারী, পরিচালক, সরেজমিন উইং স্যার, কৃষিবিদ মো: জয়নাল আবেদীন, পরিচালক, প্রশাসন ও অর্থ উইং, কৃষিবিদ আঃ কাদের সরদার, উপ-পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, গোপালগঞ্জ, কৃষিবিদ মোঃ মিজানুর রহমান, উপ-পরিচালক, গোপালগঞ্জ হর্টিকালচার সেন্টার, কৃষিবিদ আখতার জাহান কাকন, প্রকল্প পরিচালক, কৃষিবিদ মোঃ জহিরুল হক, অতিরিক্ত উপ-পরিচালক (প্রশাসন-১), মনিটরিং অফিসার- মুহাঃ মনিরুজ্জামান, কর্মসূচি পরিচালক, বিবেকানন্দ হীরা, মনিটরিং অফিসার মোল্লা আল মামুন, মাশরুম উন্নয়ন অফিসার, উজানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবু শ্যামল কান্তি বোস, উজানী বিকেএবি ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ আবুল কালাম আজাদ, উজানী ডিগ্রি কলেজের প্রভাষক আরিফুজ্জামান মোল্যা, ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক বদিউজ্জামান মোল্যা, সাংগঠনিক সম্পাদক আকরাম মোল্যা প্রমুখ।
উপজেলা কৃষি অফিসার মোঃ বিহাউদ্দিন শেখের সঞ্চালনায় বক্তারা বলেন, আমরা কৃষকদের নিরাপদ ফসল উৎপাদনে উদ্বুদ্ধ করছি। প্রশিক্ষণে আমরা পরিবেশবান্ধব কৌশলের মাধ্যমে নিরাপদ ফসল উৎপাদনে বিভিন্ন দিক নিয়ে প্রশিক্ষণ দিয়ে আসছি। আমরা কৃষকদের শতভাগ নিরাপদ উপায়ে ফসল উৎপাদনের জন্য নানা পদক্ষেপ গ্রহণ করেছি। এছাড়া মাঠ দিবসের মাধ্যমে তাদের উদ্বুদ্ধ করছি। কৃষকদের কঠোর পরিশ্রমের কারণেই আমরা খাদ্য পাই। তারা আমাদের অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। পরিবেশ বান্ধব কৌশলে ফসলের চাষাবাদ করলে আর্থিকভাবে লাভবান হওয়া যায় এবং বিষ মুক্ত সবজি পাওয়া যায়। আগামী দিনে কৃষি প্রযুক্তি কাজে লাগিয়ে পরিবেশ বান্ধব কৌশলের মাধ্যমে নিরাপদ ফসল উৎপাদন বৃদ্ধি করার আহ্বান জানান।