নগরকান্দা প্রেসক্লাবের আয়োজনে বার্ষিক আনন্দ ভ্রমণ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
ফরিদপুরের ঐতিহ্যবাহী নগরকান্দা প্রেসক্লাবের ২০২৫ সালের বার্ষিক আনন্দ ভ্রমন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
১৮ ফেব্রয়ারী মঙ্গবার হতে ২২ ফেব্রুয়ারী শনিবার সকাল পর্যন্ত এই আনন্দ ভ্রমনের কার্যক্রমের আওতায় থাকে।
মঙ্গলবার সন্ধ্যায় নগরকান্দা থেকে দুটি বিলাসবহুল বাসে সকল সদস্যদের মধ্যে ২৪ জন সদস্য ও তাদের স্ত্রী এবং সন্তানদেরকে নিয়ে কক্সবাজারের উদ্দেশ্যে রওয়ানা হয়। কক্সবাজারের সমুদ্রপিষ্টের কাছাকাছি অত্যাধনিক আবাসিক হোটেল কক্স ভ্যাকেশনে দু’ রাত্রি যাপন ও সমুদ্র সৈকতে আনন্দ, গোসল, হিমছড়ি, লাল কাকড়া, মহেশখালী, শুটকিপল্লী, ইনানি বিচসহ অন্যান্ন পর্যটন এলাকা পরিভ্রমন করে সাংবাদিকরা। শুটকি, পোশাক ও কসমেটিক আইটেম ক্রয় করে থাকে সাংবাদিকরা তাদের পরিবারের সদস্যদেরকে নিয়ে। বারবিকিউসহ যার যার পছন্দের খাদ্য খাবারও ভোগ করেন।
বৃহস্পতিবার রাত্রে কক্স ভ্যাকেশনের সভাকক্ষে সাংবাদিক, সাংবাদিকদের স্ত্রী ও সন্তানদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রেস ক্লাবের সভাপতি শওকত আলী শরীফের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যাবসায়ী, শিক্ষানুরাগী, ঢাকা হোমস (ইউএসএ) গ্রুপের ব্যাবস্থাপনা পরিচালক বেলায়েত হোসেন খোকন। বিশেষ অতিথি ছিলেন দৈনিক অগ্রসর পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোস্তফা হোসেন চৌধুরী।
প্রেসক্লাবের সহ- সভাপতি এহসানুল হক মিয়ার সঞ্চালনায়
এসময় উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি বিলায়েত হোসেন লিটন, সাধারণ সম্পাদক লিয়াকত হোসেন, সাবেক সভাপতি শামসুল হুদা হুদু, বোরহান আনিস, ঢাকা হোম ইউএসএ’র জেনারেল ম্যানেজার মোসাঃ পান্না আক্তার, সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, মাহফুজুর রহমান, অর্থ সম্পাদক মিজানুর রহমান মোল্যা, সহ – সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু, দপ্তর সম্পাদক শাহিদুজ্জামান শাহিদ, মাই টিভি প্রতিনিধি শফিকুল খান জনি, দৈনিক বাঙ্গালী সময় প্রতিনিধি মিজানুর রহমান, দৈনিক নবরাজ প্রতিনিধি শামীম হোসেন, আমাদের অর্থনিতি প্রতিনিধি রেজাউল করিম সেলিম, দৈনিক ভোরের কাগজ প্রতিনিধি নিজাম নকীব, দৈনিক বর্তমান কথা প্রতিনিধি শফিকুল ইসলাম মন্টু, দৈনিক সকালের কাগজ প্রতিনিধি ফয়সাল হোসেন, দৈনিক ইনকিলাব প্রতিনিধি নাসির হোসেন, দৈনিক বাংলাবাজার পত্রিকা প্রতিনিধি শহিদুল ইসলাম, দৈনিক ফরিদপুর কন্ঠ প্রতিনিধি হাবিবুর রহমান পান্নু, দৈনিক বাঙ্গালী সময় প্রতিনিধি জাকির হোসেন জাকারিয়াসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
শুক্রবার ভোরে হোটেল হতে বেড়িয়ে বান্দরবানের উদ্দেশ্যে যাত্রা করে টিম। বান্দরবানে পৌছে সকলেই নীলগিরি, নীলাচল, চিম্বুক পাহারসহ আরো কিছু দর্শনীয়স্থান উপভোগ করেন নগরকান্দা প্রেস ক্লাবের সাংবাদিক বৃন্দ। সন্ধ্যায় কর্ণফুলি ট্যানেল হয়ে নগরকান্দার উদ্দেশ্যে যাত্রা শুরু করে এবং সকাল সারে ছয়টায় দুটি বাস সহিসালামতে নগরকান্দায় পৌছায়।