কাশিয়ানীতে সিনজেনটার নকল পণ্য সরবরাহে দুই জনের জরিমানা
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় সিনজেনটার নকল পণ্য সরবরাহে কারণে দুই জনের জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১৭ ফেব্রুয়ারী) উপজেলার রাজপাট বাজারের ভূইয়া এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মোঃ ফারুক ভূঁইয়া (৭৭) সিনজেনটার নকল ও ভেজাল পণ্য ক্রয় করায় তাকে পাঁচ হাজার টাকা এবং সাশ্রয়েল বাজারের সরবরাহকারী মোঃ তৈয়ব হোসেনকে (৩২) তিন হাজার টাকা জরিমানা করেন।
এসময় সিনজেনটার নকল ও ভেজাল কার্বফোরাণ ১৭ কার্টুন গ্রজিন ২৪ কাটুন এবং অন্যান্য কোম্পানির আরও ৩২ কাটুন নকল পণ্য আগুনে পুড়িয়ে ভস্মীভূত করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, কাশিয়ানী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুনমুন পাল। এসময় উপস্থিত ছিলেন, কাশিয়ানী উপজেলা কৃষি অফিসার কাজী এজাজ,
সিনজেনটা কোম্পানির প্রোডাক্ট অফিসার সিরাজুল ইসলামসহ প্রমূখ।
ট্যাগস :