ফয়সাল আযাদ স্মরণে সালথায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন মাওলানা আবুল কালাম আযাদ এর জ্যেষ্ট পুত্র মরহুম ফয়সাল আযাদ স্মরণে তার নিজ এলাকা ফরিদপুরের সালথায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এলাকাবাসীর আয়োজনে ২৬ জানুয়ারি (রবিবার) বিকেলে উপজেলার খারদিয়া মিয়াপাড়া প্রাথমিক বিদ্যালয় মাঠে এই আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সুলতানিয়া দাখিল মাদ্রাসার সুপারিন্টেন্ডেন্ট শাহ্ মোহাম্মদ হাবিবুল্লাহ এর সভাপতিত্বে ও ফরিদ হুসাইন এর উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাহিরদিয়া মাদ্রাসার মোহতামিম ও শাইখুল হাদিস আল্লামা শাহ আকরাম আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলী আহসান মুজাহিদ এর পুত্র আলী আহমেদ তাহকিক। এছাড়াও আল্লামা দেলোয়ার হুসাইন সাঈদী এর পুত্র ও পিরোজপুর জেলার জিয়ানগরের সাবেক উপজেলা চেয়ারম্যান মাসুদ সাঈদী ভিডিও কনফারেন্সের মাধ্যমে অংশ নেন।
এসময় আরও উপস্থিত ছিলেন, যদুনন্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম, মওলানা আবুল কালাম আযাদ এর উত্তরসুরী সাওবান আযাদ, কাজী ইলিয়াস, মরহুম ফয়সাল আজাদ এর তিন পুত্র ও পরবিবারের সদস্যসহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সার্বিক তত্বাবধানে ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব টুলু মিয়া।
আলোচনা সভায় বক্তারা মওলানা আবুল কালাম আযাদ এর জ্যেষ্ট পুত্র মরহুম ফয়সাল আজাদ এর স্মৃতি চারণমুলক বক্তব্য প্রদান করেন এবং মওলানা আবুল কালাম আযাদ কর দেশে ফিরে আসার জন্য অনুরোধ করেন। দোয়া মাহফিল পরিচালনা করেন প্রধান অতিথি বাহিরদিয়া মাদ্রাসার মোহতামিম ও শাইখুল হাদিস আল্লামা শাহ আকরাম আলী।
উল্লেখ: মওলানা আবুল কালাম আযাদ একজন খাতিমান মুফাসসিরে কোরআন। তার জ্যেষ্ঠ পুত্র ফয়সাল আযাদ তৎকালীন আওয়ামীলীগ সরকারের সময় কারাবরণ ও নির্যাতনের শিকার হন। এরপর তিনি মালোশিয়াতে চিকিৎসাধীন অবস্থায় ২০২০ সালে ইন্তেকাল করেন।