সাংবাদিক উন্নয়ন সোসাইটি অব বাংলাদেশ এর কেন্দ্রীয় সদস্য সম্মেলন অনুষ্ঠিত
বাংলাদেশের মেধাবী ও পেশাদার সাংবাদিকদের দ্বারা গঠিত বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সোসাইটি অব বাংলাদেশ (এসইউএসবি) এর কেন্দ্রীয় সদস্য সম্মেলন ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
৭ডিসেম্বর শনিবার সকাল ১১ টায় ঢাকার ২৭ নং ধানমন্ডির কেন্দ্রীয় কার্যালয়ে সংগঠনের সভাপতি প্রফেসর জি এম ফারুক হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোরশেদুল আলম চৌধুরীর উপস্থাপনায় এ সদস্য সম্মেলন অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা, দৈনিক একুশে সংবাদ পত্রিকার সম্পাদকও প্রকাশক ড.শাহজাহান মজুমদার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি মোহাম্মদ দুলাল হোসেন, কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ- সভাপতি এম এ ছবুর, দৈনিক একুশে সংবাদ পত্রিকার বার্তা সম্পাদক আমিনুর রহমান, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক দৈনিক খবরপত্রের বিশেষ প্রতিনিধি ও নগরকান্দা প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি বেলায়েত হোসেন লিটন, সহ – আইন বিষয়ক সম্পাদক, মাই টিভির ফরিদপুর জেলা প্রতিনিধি শফিকুল খান জনি, শিশু ও মহিলা বিষয়ক সম্পাদিকা রোকসানা আক্তার, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক তানভীর হোসাইন ইরাক, সহ- ক্রীড়া সম্পাদক অলি উল্লাহ নিজামী, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য আফরোজা ইয়াছমিন, আলী হোসেন, শহিদুল ইসলাম, ইসমাইল হোসাইন, উৎপল মালাকার,খসরু নোমান, জোবায়ের, মাসুম বিল্লাহ ও মোহাম্মদ আকাশ প্রমুখ। বক্তারা সংগঠনের উন্নয়নে ও সাংবাদিকদের কল্যাণে কাজ করার প্রত্যায় ব্যক্ত করেন।