ঢাকা ০৪:২৬ অপরাহ্ন, শনিবার, ০৪ জানুয়ারী ২০২৫, ২১ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

নালিতাবাড়ী পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

তানিম আহমেদ নালিতাবাড়ী, শেরপুর ( প্রতিনিধি)

শেরপুরের নালিতাবাড়ীতে পুকুরের পানিতে ডুবে আব্দুল্লাহ নামে এক আড়াই বছর বয়সী শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (৩০ নভেম্বর) সকাল দশটার দিকে উপজেলার নালিতাবাড়ী ইউনিয়নের বনপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত শিশু আব্দুল্লাহ ওই গ্রামের ওমর ফারুকের ছেলে।

স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, শনিবার সকালে উপজেলার নালিতাবাড়ী ইউনিয়নের বনপাড়া গ্রামের বাসিন্দা ওমর ফারুকের পরিবারের লোকজন সাংসারিক কাজে ব্যস্ত ছিলেন। এর ফাঁকে কোনো এক সময় আড়াই বছর বয়সী শিশু আব্দুল্লাহ বাড়ির পাশে পুকুরে গিয়ে পানিতে পড়ে ডুবে যায়। সেখানেই তার মৃত্যু হয়। এর কিছুক্ষণ পরে শিশু আব্দুল্লাহ এর চাচি রাশিদা বেগম পুকুর পাড়ে গেলে আব্দুল্লাহর মরদেহ পানিতে ভাসতে দেখেন। পরে তার চিৎকারে বাড়ির অন্য সদস্যরা এসে পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করেন।
নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আব্দুল্লাহকে শিশু টি কে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছানোয়ার হোসেন বলেন, এ ব্যাপারে নালিতাবাড়ী থানায় একটি অপমৃত্যুর মামলা রেকর্ড করা হচ্ছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৬:২৭:০৬ অপরাহ্ন, শনিবার, ৩০ নভেম্বর ২০২৪
১১ বার পড়া হয়েছে

নালিতাবাড়ী পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

আপডেট সময় ০৬:২৭:০৬ অপরাহ্ন, শনিবার, ৩০ নভেম্বর ২০২৪

শেরপুরের নালিতাবাড়ীতে পুকুরের পানিতে ডুবে আব্দুল্লাহ নামে এক আড়াই বছর বয়সী শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (৩০ নভেম্বর) সকাল দশটার দিকে উপজেলার নালিতাবাড়ী ইউনিয়নের বনপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত শিশু আব্দুল্লাহ ওই গ্রামের ওমর ফারুকের ছেলে।

স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, শনিবার সকালে উপজেলার নালিতাবাড়ী ইউনিয়নের বনপাড়া গ্রামের বাসিন্দা ওমর ফারুকের পরিবারের লোকজন সাংসারিক কাজে ব্যস্ত ছিলেন। এর ফাঁকে কোনো এক সময় আড়াই বছর বয়সী শিশু আব্দুল্লাহ বাড়ির পাশে পুকুরে গিয়ে পানিতে পড়ে ডুবে যায়। সেখানেই তার মৃত্যু হয়। এর কিছুক্ষণ পরে শিশু আব্দুল্লাহ এর চাচি রাশিদা বেগম পুকুর পাড়ে গেলে আব্দুল্লাহর মরদেহ পানিতে ভাসতে দেখেন। পরে তার চিৎকারে বাড়ির অন্য সদস্যরা এসে পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করেন।
নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আব্দুল্লাহকে শিশু টি কে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছানোয়ার হোসেন বলেন, এ ব্যাপারে নালিতাবাড়ী থানায় একটি অপমৃত্যুর মামলা রেকর্ড করা হচ্ছে।