মুকসুদপুরে আগামী নির্বাচন সামনে রেখে বিএনপি’র কেন্দ্রীয় কমিটির নেতা মেজবাহ’র জনসংযোগ
বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-আইন বিষয়ক সম্পাদক জয়নুল আবেদীন মেজবাহ জনসংযোগ করেছেন।
শনিবার (২ নভেম্বর) বিকেলে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাদের সঙ্গে নিয়ে উপজেলার মহারাজপুর ইউনিয়নের রাজার বাজার থেকে জনসংযোগ শুরু করেন। এরপর লোহাচুরা নতুন বাজার সহ কয়েকটি বাজারে জনসংযোগ করেন।
মুকসুদপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আহাজ্জাদ মহসিন খিপু, বিএনপি নেতা হাবিব জান মিয়া, জাহিদুল ইসলাম, মহারাজপুর ইউনিয়ন বিএনপি নেতা জামাল মোল্লাসহ স্থানীয় বিএনপি ও অংগ সংগঠনের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
এডভোকেট জয়নুল আবেদিন মেজবাহ দলীয় কার্যক্রমের পাশাপাশি বিভিন্ন বাজারে ঘুরে ব্যবসায়ীদের সঙ্গে কুশলাদি বিনিময় করেন।
এ সময় দলীয় প্রধান বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করেন। আগামী নির্বাচনে ধানের শীষে ভোট ও দোয়া প্রার্থনা করেন তিনি।
ট্যাগস :