নগরকান্দায় গৃহবধুর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ
ফরিদপুরের নগরকান্দায় মুক্তা বেগম নামের এক গৃহবধুর গলাকাটা মরদেহ (লাশ) উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার ভোরে উপজেলার ডাঙ্গী ইউনিয়নের শ্রীরামদিয়া গ্রামে গৃহবধূর বাড়ীর রান্নাঘরে মুক্তা বেগমকে আহত অবস্থায় দেখতে পেলে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয় বলে স্থানীয়রা জানান, তবে এটি হত্যা নাকি আত্মহত্যা এ নিয়ে এলাকায় জল্পনা কল্পনা চলছে।
নিহত গৃৃহবধু শ্রীরামদিয়া গ্রামের আরিফ চৌধুরীর স্ত্রী ও তিন সন্তানের জননী।
মুক্তা আক্তারের স্বামী আরিফ চৌধুরী বলেন রাতে আমরা এক ঘরেই ঘুমিয়ে ছিলাম। ভোর রাতে লোকজনের ডাকাডাকিতে উঠে রান্না ঘরে তার গলাকাটা অবস্থায় দেখতে পাই। পরে তাকে হাসপাতালের উদ্দেশ্যে পাঠানো হয়।
মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে নগরকান্দা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আসাদুজ্জামান শাকিল বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করেছে।
তবে কি কারণে এই হত্যাকান্ডের ঘটনাটি ঘটেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের পর সঠিক কারণ জানা যাবে এটি হত্যা না আত্মহত্যা, তখন সে ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।