মুকসুদপুরে সাপের কামড়ে নিহত-১
গোপালগঞ্জের মুকসুদপুরে সাপের কামড়ে আলমগীর মুন্সী (৩৮) নিহত হয়েছে। বৃহস্পতিবার (৪ জুলাই) বিকালে উপেজলার গোবিন্দপুর ইউনিয়নের গোপালপুর গ্রামের বাড়ির পাশের মাঠ থেকে তাকে সাপে কাটে।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্যা কমপ্লেক্সে আনলে কতর্ব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষনা করেন। নিহত আলমগীর মুন্সী গোপালপুর গ্রামের আজিজ মুন্সীর ছেলে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
পরিবার সুত্রে জানাযায়, আলমগীর মুন্সী দুপুর তিনটার দিকে স্থানীয় মাঠে গরুর জন্য ঘাস কাটতে যান। পরে আমরা খবর পাই তাকে সাপে কামড়েছে। খবর পাওয়ার সাথে সাথে তাকে নিয়ে চিকিৎসার জন্য মুকসুদপুর হাসপাতালে যাই। সেখানে ডাক্তার তাকে মৃত্যু ঘোষনা করেন। সে গোপালপুর প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরীর চাকরি করতেন।
মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জানান, কি সাপে কেটেছে সেটা বলতে পারছিনা। তবে ধারনা করা হচ্ছে বিষধর কোন সাপে কেটেছে। তাকে হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়েছে।