মুকসুদপুরে যথাযথ মর্যাদায় বিজয় দিবস পালিত
সারাদেশের ন্যায় গোপালগঞ্জের মুকসুদপুরে যথাযথ মর্যাদায় বিজয় দিবস পালিত হয়েছে।
সোমবার ১৬ই ডিসেম্বর উপজেলা প্রশাসনের আয়োজনে সারাদিন ব্যাপী নানা আয়োজনে বিজয় দিবস পালিত হয়।
প্রত্যুষে মুকসুদপুর থানা ময়দানে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে শুরু হয়ে সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ, মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়।
অফিসার্স ক্লাব মাঠে দিনব্যাপী চারু, কারু ও স্থানীয়ভাবে উৎপাদিত শিল্প পণ্যের বিজয় মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আজিজুর রহমান।
এবং সন্ধ্যায় অফিসার্স ক্লাব মাঠে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে সমাপ্ত হয় বিজয় দিবস উদযাপন।
ট্যাগস :