নগরকান্দা প্রেসক্লাবের নব-নির্বাচিত সদস্যদেরকে ফুলেল শুভেচ্ছা জানালেন এসিল্যান্ড
ফরিদপুরের নগরকান্দা প্রেসক্লাবের সদ্য নির্বাচনে নির্বাচিত সদস্যদেরকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সহকারী কমিশনার ভূমি (এসিল্যান্ড) মোঃ মাসুম বিল্লাহ্।
সোমবার সকালে সহকারী কমিশনার ভূমি এর কার্যালয়ে নব-নির্বাচিত সদস্যদেরকে এক সংবর্ধনার মাধ্যমে কমিটির সদস্যদেরকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন এবং আপ্যায়ন করে কুশলাদি বিনিময় করেন।
এসিল্যান্ড মোঃ মাসুম বিল্লাহ্ সাংবাদিকদেরকে সার্বক্ষনিক সহযোগিতার আহ্বানও জানান। তিনি নগরকান্দায় যোগদানের পর কার্যক্রমে সন্তুষ্টির কথা উল্লেখ করে বলেন, নগরকান্দার জনগণ সত্যিই ভালো মনের মানুষ। তাই আপনারাও এই এলাকারই লোক, আপনাদের কাছে আমি সবসময়ই ভালোটুকুই আশা করছি। নতুন কমিটির সদস্যরাও তাকে আশ্বস্ত করেন।
নবনির্বাচিত কমিটির সভাপতি দৈনিক দিনকাল প্রতিনিধি শওকত আলী শরীফের নেতৃত্বে উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি বেলায়েত হোসেন লিটন (দৈনিক খবরপত্রের বিশেষ প্রতিনিধি), অর্থ সম্পাদক মিজানুর রহমান মোল্যা (দৈনিক সময়ের আলো), দপ্তর সম্পাদক শাহিনুজ্জামান সাহিদ (দৈনিক দেশকাল), কার্যকরী সদস্য মনিরুজ্জামান তুহিন ( আনন্দ টিভি), হাবিবুর রহমান পান্নু (দৈনিক ফরিদপুর কন্ঠ) ও সাইফুল ইসলাম সাইফ (দৈনিক আমার সংবাদ)। এছাড়া নির্বাচিত সদস্য যারা উপস্থিত হতে পারেনি তাদের সাথে মুঠোফোনে শুভেচ্ছা জানান এসিল্যান্ড মোঃ মাসুম বিল্লাহ্।