শিক্ষার আলো ছড়িয়ে দিতে বিএনপি কাজ করে যাচ্ছে: শামা ওবায়েদ
শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সব সময় কাজ করে যাচ্ছে। বিগত ফ্যাসিবাদি আওয়ামীলীগ সরকারের আমলে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে। বিনা ভোটের এমপিরা মাদকের ব্যবসা করে যুব সমাজকে মাদকের দিকে ঠেলে দিয়ে ধ্বংস করেছে এবং টাকার মালিক হয়ে নিজেরা কোটি কোটি টাকা বিদেশে পাচার করেছে। বুধবার (০৫ ফেব্রুয়ারি) ফরিদপুরের সালথায় যোগারদিয়া উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৫ উপলক্ষে এক আলোচনা সভায় এসব কথা বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম (রিংকু)।
তিনি আরও বলেন, সকল শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংসের মুল হল এই নিষিদ্ধ ছাত্রলীগ। দেশ নায়ক তারেক রহমান যে যে ৩১ দফা দিয়েছে তা আপনারা পড়বেন। ৩১ দফায় বাংলাদেশ গঠনের উপাদান আছে। মনে রাখবেন কোন রাজনৈতিক দলের পরিচয়ে চাকরি হবে না। চাকরি হবে মেধা ও যোগ্যতার ভিত্তিতে। আমার বাবা কে. এম. ওবায়দুর রহমান দায়িত্বে থাকুক বা না থাকুক সালথা ও নগরকান্দার উন্নয়নের জন্য কাজ করে গেছেন। তিনি চেয়েছেন এখানকার শিক্ষার্থীরা সুশিক্ষা নিয়ে বাংলাদেশের মুখ উজ্জ্বল করবে। আগামীতে বিএনপি ক্ষমতায় গেলে দেশের উন্নয়নে সব কিছুই করবে।
সালথা উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক জাহিদুর রহমান লাভলু এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, সালথা উপজেলা বিএনপির সভাপতি ছিদ্দিকুর রহমান তালুকদার, নগরকান্দা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার, সাধারন সম্পাদক সাইফুর রহমান মুকুল, সালথা উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান আছাদ মাতুব্বর, সালথা উপজেলা বিএপির সহসভাপতি শাহিন মাতুব্বর, সিনিয়র যুগ্ন সাধারন সম্পাদক খায়রুল বাসার আজাদ, যুবদল নেতা এনায়েত, হাচান আশরাফ প্রমূখ।
অনুষ্ঠান টি সার্বিক সহযোগিতায় ছিলেন, যোগারদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জয় দাশ। আলোচনা সভা শেষে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুল দেন শামা ওবায়েদ।